বৃহস্পতিবার, ২১ ফেব্রুয়ারী ২০১৯, ০৫:০৬ অপরাহ্ন
সিএন প্রতিবেদক।।
উখিয়া উপজেলার অন্যতম শীর্ষ ইয়াবা গডফাদার বালুখালী গ্রামের আব্দুল মজিদের ছেলে জাহাঙ্গীর আলম অবশেষে উখিয়া থান্য পুলিশের হাতে আটক হয়েছে। দীর্ঘদিন ধরে মোষ্ট ওয়ান্টেট তালিকায় থাকলেও ইয়াবা সহ একাধিক মামলার আসামী জাহাঙ্গীর স্থানীয় প্রভাবশালীদের ছত্রছায়ায় থেকে ইয়াবা বানিজ্য চালিয়ে আসছিল। বুধবার সন্দ্যা সাড়ে ৬ টার দিকে গোগন সংবাদের ভিত্তিতে উখিয়া থানার এস আই আবু বকর ছিদ্দিকের নেতৃত্বে একদল পুলিশ বালুখালী এলাকা থেকে চিস্থিত ইয়াবা গডফাদার জাহাঙ্গীর আলমকে আটক করে। এ ব্যপারে যোগাযোগ করা হলে এস আই আবু বকর ছিদ্দিক জানান,আটক জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ইয়াবা সহ একাধিক মামলা রয়েছে। ইতিপূর্বে ইয়াবা নিয়ে আটক হয়ে তার বড়ভাই আরেক ইয়াবা গডফাদার বখতিয়ার বর্তমানে জেলে রয়েছে।
খোঁজ নিয়ে ও এলাকাবাসীর সাথে কথা বলে জানা গেছে,এক সময়ের গাড়ীর হেলপার থেকে হঠাৎ করে আঙ্গুল ফুলে কলা গাছ বনে যাওয়া উখিয়ার বালুখালী এলাকার দু,ভাই বখতিয়ার ও জাহাঙ্গীর টেকনাফের দুর্ধষ ইয়াবা ব্যবসায়ী ক্রস ফায়ারে নিহত নূর মোহাম্মদের হাত ধরে রাতারাতি কোটিপতির তালিকায় নাম লেখান। তাদের রয়েছে নামে বেনামে ৫০ একরের মতো জমিজমা। একাধিক যানবাহন ও ফিশিং বোটসহ অঢ়েল সহায় সম্পত্তি। তাদের নবনির্মিত বাড়িটি দেখলে অবাক হওয়ার মতো কথা। বখতিয়ার গ্রেপ্তার হওয়ার পর তার ইয়াবা ব্যবসার হাল ধরেন তার ছোট ভাই আব্দুল মজিদের ছেলে জাহাঙ্গীর আলম। যদিও বা সে দিনের বেলায় গ্রেপ্তার আতংকে আত্মগোপন করে থাকত। অবশেষে পুলিশের হাতে ধরা পড়তেই হলো তাকে
Leave a Reply