রবিবার, ০৮ ডিসেম্বর ২০১৯, ০১:২৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ
উখিয়া সরকারী উচ্চ বিদ্যালয়ের মাঠে দীর্ঘসময় পরে হলেও ফুটবল প্রেমিকদের উন্মাদনার সৃষ্টি হয়েছে। সোমবার উখিয়ায় ইউএনও ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় কয়েক হাজার দর্শকের উপস্থিতি খেলাকে আরো সৌন্দর্যমন্ডিত হয়। উখিয়া উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার আয়োজনে অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কামাল হোসেন। আইওএম ও একশন এইডের যৌথ সহায়তায় আয়োজিত টুর্নামেন্টের মূল উদ্যেক্তা ছিলেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিকারুজ্জামান চৌধুরী। এ ব্যাপারে জানতে চাইলে ইউএনও নিকারুজ্জামান জানান, ভবিষ্যতে উখিয়ায় আরো বিভিন্ন টুর্নামেন্টের আয়োজন করা হবে। এজন্য তিনি সবার সহযোগিতা কামনা করেন।
Leave a Reply